প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:০৭ পি.এম
চুয়াডাঙ্গায় অবৈধভাবে রাখা ৫০টি হিরামন টিয়া ও ৩টি ঘুঘু উদ্ধার, পাখি পাচারকারী পলাতক

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার কাথুলী গ্রামে উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পানকৌড়ি ও জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গার যৌথ অভিযানে প্রায় ৫০টি হিরামন টিয়া (Plum-headed Parakeet) ও ৩টি ঘুঘু (Spotted Dove) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ। অভিযানে অংশ নেন বন বিভাগের কর্মকর্তারা এবং পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা।
জানা যায়, স্থানীয় জহরুল ইসলাম ঝুজোর ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে দেশীয় বন্য পাখি শিকার ও পাচার করে আসছিল। তাকে একাধিকবার সচেতন ও সতর্ক করা হলেও সে অবৈধ এই কার্যক্রম থেকে বিরত হয়নি। ফলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আজকের এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চালানোর আগেই অভিযুক্ত সোহাগ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে পাওয়া না যাওয়ায় স্থানীয় চেয়ারম্যান ইউএনও অফিসে তাকে হাজির করার দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত পাখিগুলোকে উন্মুক্ত স্থানে এনে জনসম্মুখে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, এই ধরনের পাখি শিকার ও পাচার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved