প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৫২ পি.এম
মাধবপুরে কৃষক লীগ সভাপতি রুবেল গ্রেফতার

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি রুবেল মিয়া মেম্বার (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং তেলিয়াপাড়া এলাকার সাবেক মেম্বার আইয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার (৩০-সেপ্টেম্বর) ভোর রাতে এস আই শাহানুর, তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা জানান, রুবেল মেম্বার আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীর ঘনিষ্ঠ হিসেবে।
এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা-মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানে একাধিক গোপন বৈঠক করে। ইতিপূর্বে সাতছড়ি থেকে গাছ চুরি করে নিয়ে আসার সময় গ্রেপ্তার হয়। তিনি তার ভাই রাশেল মিয়াকে নিয়ে তেলিয়াপাড়া চা বাগান কেন্দ্রীক মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন। তাছাড়া চুরি ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved