প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:৫৭ পি.এম
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে পুকুরে ডুবে আরিয়ান (১.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন এবং ছোট্ট আরিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ করে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে, তবে কেউ বিষয়টি বুঝতে পারেননি।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved