প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৪৩ পি.এম
হবিগঞ্জে বিজিবি-র্যাবের যৌথ অভিযান বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও চকলেট জব্দ, আটক ৫

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশের হবিগঞ্জ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান দমনকল্পে বিজিবি আপোষহীনভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরাইল রিজিয়ন ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এবং র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল যৌথভাবে ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দুইটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে এবং ৫ জনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর গ্রামের পাকা রাস্তায় যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়।
এসময় সিলেট থেকে ঢাকাগামী দুটি সন্দেহজনক পিকআপ থামানোর পর প্রথমে লাকড়ি দেখতে পাওয়া গেলেও পরবর্তীতে জ্বালানী কাঠের নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও বিস্কুট, কিটক্যাট, স্নিকার্স, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো ও মাঞ্চসহ বিভিন্ন চকলেট উদ্ধার করা হয়। অভিযানে দুইটি পিকআপ ভ্যান জব্দসহ পণ্যের আনুমানিক সিজার মূল্য ২০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। আটককৃত মালামাল, যানবাহন ও আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালানরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাবের সহযোগিতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জনগণের আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আরও জোরদার অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, চোরাচালানী চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved