
দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালের বেড কমে আসছে, আর রোগীরা প্রাণ বাঁচাতে হাহাকার করছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ৬৬৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছেন ঢাকা দক্ষিণের ৩ ও ঢাকা উত্তরের ২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল এক হাজার ৭০৫, হাসপাতালে ভর্তি হয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved