প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৪২ পি.এম
হবিগঞ্জে মা ও ভাইয়ের শশুর শ্যালকের হাতে ভাই খুন

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘরগাও গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে শফিক মিয়া (৩৭) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে স্থানীয়রা নুরুল হকের বাড়ির জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
নিহত শফিক মিয়া ঘরগাও বিলপারের মৃত ছায়েদ আলীর ছেলে। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয়। প্রায় সাত বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকের বড় ভাই রফিক মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ হলেও কোনো সমাধান সম্ভব হয়নি পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের মা জাহেরা খাতুনসহ পরিবারের একাংশ রফিক ও হাবিবের পাশে অবস্থান করছিল।
অন্যদিকে শফিক ও তার কয়েকজন বোন আলাদা পক্ষ গঠন করেছিলেন। গত রোববার রাতে বোন মিনারার বাড়িতে দাওয়াত খাওয়ার পর শফিক বাড়ি ফেরার পথে খামারবাড়ি এলাকায় নুরুল হকের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। শফিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান পরে হামলা কারীরা লাশ জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের বোন মিনারা খাতুন অভিযোগ করেছেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রফিক মিয়ার শ্বশুর খালেক, শ্যালক জুনাইদসহ ১০-১২ জন এ হত্যাকাণ্ডে জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) আলামিন মীর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়রা সুষ্ঠু বিচারের দাবিতে একযোগে সহমত পোষণ করেছেন। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার বাহার বলেন, আমরা একাধিকবার সালিশ করেছি, কিন্তু শফিকের মায়ের কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি। তার হত্যার দায় তার মায়ের ওপরও আছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved