প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৩৮ পি.এম
মাধবপুর পুলিশের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১-সেপ্টেম্বর) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন ঘোষ (৩২) তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারের ব্যবসায়ী সুবল ঘোষের ছেলে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. আল-মামুন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নয়ন ঘোষকে আটক করেন।
পরে তার শরীর তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো দুই হাজার পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved