প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:৪৭ পি.এম
চুয়াডাঙ্গার উথলীতে নিহত দুই ভাই, পাশাপাশি কবরে দাফন সম্পন্ন: এলাকায় শোকের মাতম

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভাই মিন্টা (৬০) ও হামজা (৪৫) কে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে তাদের মরদেহ উথলী গ্রামে নিজ বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দুই ভাইকে শেষবারের মতো এক নজর দেখার জন্য স্থানীয়রা তাদের বাড়িতে ভিড় জমান।
একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের মাতম চলছে পরিবারে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। রোববার আসরের নামাজের পর উথলী বেলেদাড়ি কবরস্থানে জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরদেহ উথলী গ্রামে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন দুই ভাই মিন্টা ও হামজা। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই হামজা আলীর মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টা মিয়াও মারা যান। এ ঘটনাটি গত শনিবার চুয়াডাঙ্গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ময়নাতদন্তের কাজ শেষে রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতদের আরেক ভাই তোতা মিয়া জানান, গত কোরবানির ঈদের সময় একটি গরু কেনা-বেচা নিয়ে প্রতিবেশী খোকা মিয়া ও তার পরিবারের সঙ্গে তাদের মারামারি হয়েছিল। এতে দুই পরিবারের কয়েকজন আহত হন। তোতা মিয়ার অভিযোগ, সেই পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তাদের প্রতিবন্ধী ভাই রাজ্জাককেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved