প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৯:১৭ পি.এম
চুয়াডাঙ্গায় হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে আইনজীবী সমিতি

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সার্কিট হাউজে পৌঁছালে বিচারপতি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।
সার্কিট হাউজে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সরকারি কৌসুঁলি (জিপি) আব্দুল খালেক, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) আ.স.ম. আব্দুর রউফ,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, আইনজীবী আসাদুজ্জামান মিল্টন, মেহেদী হাসান নয়ন, শাহজামাল ও ইকরামুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া ভারপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ আল-আমিন মাতুব্বর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এবং বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দুদিনের সফরে আসা বিচারপতি জাফর আহমেদ কর্মব্যস্ত দিন কাটাবেন। আজ রোববার প্রথমদিনে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত সদস্য, পিপি/এপিপিগণ, জিপি/এজিপিগণ ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগণ উপস্থিত থাকবেন।
অপরদিকে, কাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে বিচার বিভাগীয় কর্মকর্তা, ডিএম, এসপি, সিএস এক্সএন পিডব্লিউডি, ডিডি মাদক ও সিও বিজিবি উপস্থিত থাকবেন। সফরকালে বিচারপতি জাফর আহমেদের সফরসঙ্গী হিসেবে সহকারী রেজিস্ট্রার (আদি-অধিক্ষেত্র) মো. তৌহিদুজ্জামান, বেঞ্চ অফিসার মো. মাজহারুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান এবং অন্যারা উপস্থিত রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved