প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৯:১৪ পি.এম
মাধবপুরে চা বাগান ও বাংলো বাঁচাতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজারের ঐতিহাসিক বাংলো ও আশপাশের এলাকা হস্তান্তরের পায়তারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। গত শনিবার সকালে তেলিয়াপাড়া চা ফ্যাক্টরির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৫ শতাধিক চা শ্রমিক অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অজুহাতে একটি মহল ম্যানেজার বাংলো, নার্সারি, লেকসহ আশপাশের এলাকার লিজ বাতিল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তারা বলেন, এসব জায়গা বেদখল হলে পুরো বাগানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, হুমকির মুখে পড়বে চা শিল্প ও শ্রমিকদের জীবন-জীবিকা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চা বাগান রক্ষার স্বার্থে কোনোভাবেই এ পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তারা এ এলাকা রক্ষা করবেন। একই সঙ্গে তারা চা বাগান ক্ষতিগ্রস্ত না করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পানতাতী, সাধারণ সম্পাদক লালন পাহান, শাহজাহানপুর ইউপি সদস্য সায়মন মর্মু, বরেন্দ্র বুনার্জী, প্রেম পানতাতী প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় বসে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক শপথ অনুষ্ঠিত হয়। এ শপথে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ন এম এ জি ওসমানী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৭ জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বৈঠকেই সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং এস, কে ও জেড ফোর্স গঠন করাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক অতিগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved