প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৮:৫৩ পি.এম
চুয়াডাঙ্গায় ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা মানবিক ফাউন্ডেশন’-এর কমিটি গঠন ও ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: প্রিয় শহর চুয়াডাঙ্গা মানবিক ফাউন্ডেশন'-এর কমিটি গঠন সভা ও ২০২৫ সালের ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রবিবার ২১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিপন আলী (বিএম)। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ ডিপিন মিয়া (ইউএম) এবং তৌফিক (ইউএম)। এছাড়াও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ হক, প্রধান এডমিন যুবরাজ খান রিমন, সহ-সভাপতি আব্দুল্লাহ ও অর্থ সম্পাদক রিংকুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। নারী বিভাগের পক্ষ থেকে এডমিন লাবণ্য, খাদিজা, সুরাইয়া, দিয়া, দীপ্তি, তুলি, লিমা, জামিলা ও জুবাইদা খাতুনসহ অন্যান্য সদস্যরাও এই সভায় যোগ দেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০২৫ সালের ফটো কনটেস্টের পুরস্কার বিতরণ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন মোহাম্মদ জীবন আলী, সিয়াম, অভি, ইসফাত তাইবা খাতুন ও স্বাধীন। বিজয়ীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান সংগঠনের মানবিক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন ফটোগ্রাফার বি.জে. বোরহান, নারী বিভাগের এডমিন খাদিজা, প্রধান এডমিনের সহকারী আব্দুল্লাহ এবং ব্লাড ডিপার্টমেন্টের এডমিন জাহিদ।
অনুষ্ঠানে প্রধান এডমিন যুবরাজ খান রিমন তার বক্তব্যে বলেন, "প্রিয় শহর চুয়াডাঙ্গা মানবিক ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আজকের এই সভা আমাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে আমি বিশ্বাস করি। ফটো কনটেস্ট আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছি, কারণ তরুণ প্রজন্মের সৃজনশীলতাই সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার।" তিনি আরও বলেন, "আমি আশা করি, ভবিষ্যতেও সবাই আন্তরিকভাবে মানবিক কাজে যুক্ত হবেন এবং আমরা সবাই মিলে চুয়াডাঙ্গাকে একটি দৃষ্টান্তমূলক শহরে পরিণত করতে পারব।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved