প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৭:০৩ পি.এম
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এস আই সুজন সাময়িকভাবে সাসপেন্ড

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদরে এক তরুণীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে, এস আই সুজন শ্যামের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রশাসন তাকে গত (১৫-সেপ্টেম্বর) সাময়িকভাবে সাসপেন্ড করেছে। বিষয়টি নিয়ে জেলার আইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণী জানিয়েছেন-দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ মনে করেন একটা দায়িত্বশীল স্থানে কাজ কিভাবে তিনি এমন কাজ করতে পারেন।
এবিষয়ে এসআই সুজন বলেন আমাকে অন্য কারণে সাসপেন্ড করা হয়েছে। এরপরেও ছোট ভাই হিসেবে একটু দেখে রাখবেন ভাই।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এসআই সুজন শ্যামের মুঠোফোনে ধর্ষণ নয় আপত্তিকর ছবির ঘটনায়
সাময়িক সাসপেন্ড করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved