প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:৩৬ পি.এম
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধির নির্দেশনা

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম সদর উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, তিনি প্রথমে সদর উপজেলার ২৬ নং কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে পদ্মবিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জোর পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভায় অংশ নেন। সেখানে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ে উত্তম চর্চা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
স্বাস্থ্যসেবার মান যাচাই ও নির্দেশনা প্রদান বিদ্যালয় পরিদর্শনের পর জেলা প্রশাসক পদ্মবিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পারিবারিক পরিকল্পনা কার্যক্রম এবং সেবাগ্রহণকারীদের সন্তুষ্টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন এবং সেবার পরিধি বাড়ানোর জন্য কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. আশিস মোমতাজ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved