প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১২:২৫ পি.এম
জীবননগরে পরোয়ানায় ৩ আসামি গ্রেপ্তার

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় তাঁর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক) এএসআই) মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিআর-১৯৭১/২৪, প্রসেস নং-৫৫৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি কয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. সবুজ মিয়া, মিরপুর সিআর-৫৯৬/২৪, প্রসেস নং-৫৮২/২৫, এর পরোয়ানাভুক্ত আসামি জীবননগর বসুতিপাড়ার হোসেন গাজীর ছেলে মনির হোসেন এবং জিআর-৬১/১৫, দায়রা-৩৮২৪/১৫, প্রসেস নং-৩৭৩/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি কাশিপুরের মৃত আশরাফ আলীর ছেলে মো. জিল্লুর রহমান ডোনারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তার তিনজনকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved