প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:২৬ পি.এম
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: শামসুজ্জামান দুদু
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে না অনুষ্ঠিত হয়, তবে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। তিনি বলেন, সময়মতো নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরও বলেন,"গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি এবং আমাদের নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন চালিয়ে এসেছে, তা এখনও অব্যাহত রয়েছে। তারা এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
"আগামী নির্বাচনে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল বিএনপিকে বিজয়ী করতে হবে, ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে। এর কোনো বিকল্প নেই।"
পথসভা শেষে তিনি আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও পথসভা করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম, খাইরুল ইসলাম ওরফে মননরম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved