
নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি’র সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে মালদ্বীপের রাজধানী মালে-তে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক জনাব ইমরান আহমেদ, পরিচালক জনাব মো. হান্নান খান কবির এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।
সভায় চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান ২০২৪ সালের কোম্পানির সাফল্য ও সার্বিক কর্মদক্ষতার প্রশংসা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নিরাপদে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে উৎসাহিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং গ্রাহক সেবার মান ধারাবাহিকভাবে উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী তার বক্তব্যে কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি প্রতিষ্ঠানটির কর্মদক্ষতার আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানের গৌরব ও সুনাম পুনরুদ্ধারে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং অন্যান্য আলোচ্যসূচি অনুমোদন করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved