
পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি। দলের প্রাণভোমরা লিওনেল মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে হেরন্সরা।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরুতে রক্ষণ দুর্বলতার সুযোগ নেয় অরল্যান্ডো। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে মারকো পাশালিচের গোলেই এগিয়ে যায় দলটি। গোলের আগে সম্ভাব্য হ্যান্ডবলের জন্য ভিএআরে পর্যালোচনা হলেও শেষ পর্যন্ত বৈধতা পায় গোলটি।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে ফেরা মেসি দ্বিতীয়ার্ধে দলকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগান। ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা। বক্সে টাদেও আলেন্দেকে ফাউল করায় স্পট কিক পায় মিয়ামি, আর তা থেকে নির্ভুল শটে স্কোরলাইন ১-১ করেন মেসি।
শেষ মুহূর্তে ম্যাচের রঙ বদলে দেন মেসি-আলবা জুটি। ৮৮তম মিনিটে জর্দি আলবার অ্যাসিস্ট থেকে মেসির দ্বিতীয় গোল মিয়ামিকে এগিয়ে দেয়। এরপর লুইস সুয়ারেজের সঙ্গে বোঝাপড়ার দারুণ প্রদর্শনীতে টেলাসকো সেগোভিয়ার গোল নিশ্চিত করে ৩-১ ব্যবধানের জয়।
প্রচণ্ড উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রেফারি মোট নয়টি হলুদ কার্ড দেখান। অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেষ মুহূর্তে।
রোববার ফাইনালে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি-সিয়াটল সাউন্ডার্স ম্যাচের বিজয়ীর সঙ্গে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved