
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮জন আহত হয়েছে। আহতদের মাঝে ট্রাকের চালকসহ ৩জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের বাজরা ও দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মধ্যবর্তী শিংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব-কুলিয়ারচর-বাজিতপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় ময়মনসিংহের মদন থেকে চট্টগ্রামগামী নরসুন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও কিশোরগঞ্জগামী একটি মালমাহী ট্রাকের মাঝে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বাসটির চালকসহ অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে যেতে পারলেও, ট্রাকটির চালকসহ বাসের দুই যাত্রী আটকা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকটির সামনের অংশ কেটে গুরুতর আহতাবস্থায় ট্রাকের চালক ও বাসের ভেতর থেকে আটকে পড়া ওই দুই যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে নিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved