
ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ বিষয়ে প্রথমে কিছু না বলতে চাইলেও এক পর্যায় নিজের মতামত, অনুভূতি জানান অভিনেত্রী।
সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নিলে সেখানে শাকিব খান প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন অপু। বর্তমানে আমেরিকায় তিনি অবস্থান করছেন। সেখানে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীর। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অপু।
অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, এখনই কি শাকিব খানকে সেই আগের মতো একই রকম ভালোবাসেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন,
ভালোবাসার আসলে ওই রকমভাবে মাপকাঠি হয় না। জ্বর হলে আমরা থার্মোমিটার দিলাম আর বুঝতে পারলাম ১০০ জ্বর, ১০২ ডিগ্রি জ্বর। ৯৮ আছে পারফেক্ট। এ বিষয়টা আসলে কখনো মাপকাঠি দিয়ে কখনও দেখিনি। তবে অবশ্যই তাকে সম্মান করি যে সে আমার সন্তানের বাবা।
এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, ডিভোর্সের পর দীর্ঘ সময় একা আছেন তিনি। এতে কখনও একাকিত্বে তার কষ্ট হয় কি না? জবাবে অপু বলেন,
এ প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর। এ মুহূর্তে এমন পরিস্থিতিতে আছি যে নিজের, ব্যক্তিত্বের বলে কোনো শব্দ নেই। তারপরই যদি বলতে হয় তবে বলবো একা তো কখনও ছিলাম না।
অপু আরও বলেন,
কখনও একা, একাকিত্ব অনুভব করিনি। তবে হ্যাঁ, যখন থেকে একা মনে হবে তখন থেকে হয়তো নতুন করে জীবন সাজাবো। কারণ মানুষের জীবন সুন্দর। এ উক্তিটার সাথে জীবন মানিয়ে নিতে চাই।
ব্যক্তি জীবনে ভালোবেসে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে ঘর বাঁধেন অপু বিশ্বাস। কিন্তু সে ঘর ভেঙে যায় ২০১৮ সালে। এরপর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। সে সংসারেরও ইতি টেনেছেন অভিনেতা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved