
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘‘ঢাকা সিআইডি পুলিশের একটি দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের সহযোগিতা করে। পরবর্তীতে তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’’ তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দীন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved