
রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পবার বামুনশিকড় এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে মিথিলা।
পুলিশের ভাষ্য, মনিরুল ও তার ছেলে এক ঘরে, আর অন্য ঘরে তার স্ত্রী ও মেয়ে ঘুমাচ্ছিলেন। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পুলিশ এসে দেখতে পান মিনারুল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন। তার ছেলের মরদেহ বিছানায়। অন্যঘরে মিনারুলের স্ত্রী ও তার মেয়ের মরদেহ শোয়ানো ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে, মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ছেলেকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।
এদিকে পুলিশ মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved