
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লেগেছে। পরে প্রায় এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই উড়োজাহাজে ৭২ যাত্রী ছিলেন।
কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানিয়েছেন, উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেলেও যাত্রীরা নিরাপদে ছিলেন। ফ্লাইটটি স্বাভাবিকভাবে ঢাকায় অবতরণ করেছে। ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনাস্থল থেকে মৃত কুকুরটি সরিয়ে নিয়েছে। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের যান্ত্রিক পরীক্ষা করেন। কোনো ত্রুটি না পাওয়ায় রাত সোয়া ৮টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
তিনি আরো বলেন, দিনের বেলায় রানওয়েতে কুকুরের বিচরণ কম থাকলেও সন্ধ্যার পর তা বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তবু, এ ধরনের ঘটনা ঠেকানো যাচ্ছে না।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved