
ডায়রিয়া আক্রান্ত হওয়ায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. কামরুল ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ড. কামরুল ইসলাম ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের নেতৃত্বে আছেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান।
তিনি জানান, ‘ড. কামরুল ইসলাম ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির পরপরই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন শারীরিক অবস্থা স্বাভাবিক। তবে অবস্থার অবনতি হতে পারে এমন শঙ্কা রয়েছে। তাই মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় রেফার্ড করা হচ্ছে। ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved