
নিজস্ব প্রতিবেদক: ১৯৮৩ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীগণ সম্প্রীতির বন্ধনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রবাসের কল্যাণে নিরন্তরভাবে নিবেদিত থাকার সংকল্পে ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় এক মিলনমেলায় মিলিত হলেন। উল্লেখ্য, সোস্যাল মিডিয়ার সুবাদে আমেরিকা ও কানাডার বিভিন্ন সিটিতে বসবাসরতরা ‘নর্থ আমেরিকা-৮৩’ ব্যানারে একত্রিত হয়েছেন।
এই ব্যানারেই নিউইয়র্ক সিটির জ্যামাইকা কুইন্স বুলেভার্ডে অবস্থিত ‘আগ্রা প্যালেস’র আলো ঝলমল মিলনায়তনে তারা উৎসবে মেতেছিলেন। সাবেক সহপাঠিগণের এ উৎসবে ছিলেন প্রবাসে জন্ম ও বেড়ে উঠা প্রজন্মও অর্থাৎ নিজেদের মধ্যেকার সম্প্রীতির আমেজে সন্তান-সন্ততিদেরকেও জড়িয়ে রাখার ব্যাপারটি উজ্জীবিত হয়েছে। এই প্ল্যাটফর্মের এডমিন রুপালি এসেছিলেন টেক্সাস স্টেটের ডালাস থেকে। তিনি বলেছেন, আমেরিকা ও কানাডায় বসবাসরত সকলে যদি মানবিক কল্যাণে নিবেদিত থাকার এই মনোভাবে বাকিটা জীবন উজ্জীবিত থাকতে পারি তাহলে দেশান্তরির প্রত্যাশা অপূর্ণ থাকবে না।
নাচ, গান, আবৃত্তি আর আড্ডার বিভিন্ন পর্বের সঞ্চালনায় রূপালির সাথে ছিলেন নেইলি ইসলাম।একে একে মঞ্চে গান পরিবেশন করেন সৈয়দ বজলুল করিম লাডলা, তারিক চৌধুরী, রুপালী রোশনী, মঞ্জু, দেব ,রোকসানা ও তানজিম সজীব। বিভিন্ন পর্বে অংশ নেন আনিস সিদ্দিকী, শাহনাজ হায়াত রত্না, দেব, মঞ্জু। পুরো আয়োজনকে গানে গানে ভাসিয়ে নেন জনপ্রিয় শিল্পী রোকশানা মির্জা এবং তানজিম সজীব। সহপাঠি-বন্ধুগণের মধ্যে ছিলেন পাপ্পু, মনির, আতিক, টুটুল, জামান, রাহুল, আজিম সুমন, জহির, মন্জু, স্বপন, শাহীন, বাদল, জাফর, শাহনাজ, বরকত, মূসা, সাংবাদিক আনিসুর রহমান, আরমান, কৌশিক, বাতেন, ফজলু, রানা, ফাহমিদা পারভিন, নওশাদ চৌধুরী, তারিক চৌধুরী, আলী উজজামান, মীর আলী বাপ্পি, নিনা গোস্বামী, লুত্ফুন্নেসা লিপি, জিন্নাহ, মোর্শেদা মায়া, সুমন, কেয়া, নার্গিস, জাকির, স্নিগ্ধা, জাহান, কেয়া রোজারিও, মীনা গোস্বামী, রেজা, নওশাদ প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved