
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: গাজীপুরের একটি খোলা ড্রেনে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। ঢাকায় একটি ওষুধ কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রোববার (২৭ জুলাই) রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পথে পা পিছলে তিনি পড়ে যান খোলা ড্রেনে। এরপর নিখোঁজ থাকার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাজীপুরের বাঁশপট্টি এলাকার একটি বিল থেকে ফায়ার সার্ভিস তার নিথর দেহ উদ্ধার করে।
তার মরদেহ চুয়াডাঙ্গার নিজ শহরের বাগানপাড়ার বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। যমজ দুই শিশু কফিন জড়িয়ে চিৎকার করছিল, ‘আম্মু ওঠো’। কিন্তু তাদের শত ডাকেও সাড়া দেয়নি মা।
জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।
মঙ্গলবার রাত ৯টায় বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এলাকার শত শত মানুষ, আত্মীয়-স্বজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন তাকে শেষ বিদায় জানাতে।
নিহতের বড় ভাই মো. শোভন বলেন, “আমার বোন সারাজীবন সংগ্রাম করে সংসার চালিয়েছে। দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন ছিল তার। এখন ওরা শুধু মাকে খুঁজছে।”
তিনি আরও বলেন, “এটা কোনো দুর্ঘটনা নয়— এটি হত্যার নামান্তর। খোলা ড্রেনের কারণে যেন আর কোনো প্রাণ না ঝরে যায়, এমন মৃত্যুর যেন আর পুনরাবৃত্তি না হয়।”
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নগর ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার ভয়াবহ চিত্রই যেন তুলে ধরল। প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ দাবি করছে সচেতন নাগরিকরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved