
নিজস্ব প্রতিবেদকঃ ট্রাস্ট ব্যাংক পিএলসি. এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা সোমবার, ২৮ জুলাই ২০২৫ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উক্ত সভায় সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নিশাতুল ইসলাম খান, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এসইউপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, এইচডিএমসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল শামস মোহাম্মদ মামুন, এনডিইউ, পিএসসি, স্বতন্ত্র পরিচালক জনাব আনিসউদ্দিন আহমেদ খান, স্বতন্ত্র পরিচালক ও নরিীক্ষা কমটিরি চয়োরম্যান জনাবা নুসরাত খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী এবং ভারপ্রাপ্ত কোম্পানী সচিব জনাব উন্মেষ রায় হিমেল।
এছাড়াও উক্ত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি, ২০২৪ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুকূলে মোট ১৫ শতাংশ লভ্যাংশ (৭.৫০ শতাংশ নগদ এবং ৭.৫০ শতাংশ বোনাস শেয়ার) অনুমোদন করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved