
নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া পৌরসভার উথালী গ্রামে নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। গত কয়েক দিন ধরে নদী গর্ভে তলিয়ে গেছে একের পর এক গাছপালা, বসতবাড়ি ও ফসলি জমি । স্থানীয়রা বলেন চোখের সামনে দেখতে দেখতে গাছপালা পশুপাখি, বসতভিটা সারাজীবনের স্বপ্ন নদী গর্ভে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা কি করবে?
বিশেষ করে গ্রামের দক্ষিণ-পূর্ব অংশে নদীর প্রবল স্রোতের আঘাতে ইতোমধ্যে ৭টির বেশি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। অনেকেই সামান্য মালামাল নিয়ে রাস্তার পাশে বা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। যাদের ঘর এখনো দাঁড়িয়ে আছে, তারাও রয়েছেন চরম আতঙ্কে—কখন যেন নদীর গর্ভে চলে যায় ।
ভুক্তভোগীরা হলেন, মোঃ ওবাই ফকির, মোঃপান্নু শেখ, মন্নু শেখ, নাজমুল শেখ,উত্তম কুমার রায়, উত্তম কুমার রায় বলেন — ঘরবাড়ি সব নদীতে ভেঙে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, বুঝতে পারছি না। সরকারিভাবে এখনো কোনো সাহায্য সহযোগিতা পায়নি।
এলাকায় বর্তমানে কোনো জনপ্রতিনিধি সক্রিয় না থাকায় প্রশাসনিক সহায়তা পৌঁছায়নি তবে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কালিয়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও পূঃনর্বাসনের দাবি জানিয়েছে।
নবগঙ্গা নদীর এই ভাঙন নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর বর্ষা এলেই নদী কিছু অংশ নদীর গর্ভে নিয়ে যায়। তবে এবারের ভাঙন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এলাকাবাসী বারবার অভিযোগ করছেন, সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরেই এই ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved