
নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা ও স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved