
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯৮৬ কোটি টাকা ছাড়িয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ জুলাই) ডিএসইতে সব মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৫৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৬ দশমিক ৮০ পয়েন্ট।
ডিএসইতে ৯৮৬ কোটি ৫৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭২২ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২১৮ কোম্পানির। বাকি ১০২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved