
নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা নড়াগাতী থানা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় থানা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভা নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমানের সভাপতিত্বে এবং নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, অন্যাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নড়াইল নগর বিএনপির সভাপতি তেলাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান , লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম , লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ , কালিয়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা সহ নড়াগাতী থানা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নবগঠিত পূর্নাঙ্গ থানা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন ও
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved