
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। ফলে ভোটকেন্দ্রও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র থাকলেও এবার বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি।
ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্র বাড়াতে খুব শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ইসি জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই কিংবা দরজা-জানালা জরাজীর্ণ। এসব কেন্দ্র মেরামতের জন্য সংশ্লিষ্ট শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্র বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার সংখ্যাটি আরও বাড়তে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ জনপ্রতি ৪০০ টাকা থেকে ১,৮২০ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। এবার কেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্বাচন ব্যয়ও বাড়বে বলে জানিয়েছে ইসি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved