
বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ কোম্পানি রেনেটা পিএলসি দেশের ইতিহাসে প্রথমবারের মতো শক্তিশালী ওষুধ উৎপাদন সুবিধা বা ‘পটেন্ট প্রোডাক্ট ফ্যাসিলিটি’র জন্য ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ-জিএমপি) সনদ অর্জন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জার্মান রেগুলেটরি অথরিটি ‘স্যাক্সনি-আনহাল্ট’ কঠোর পরিদর্শনের পর রেনেটার মিরপুর স্থাপনায় এই সনদ অনুমোদন করে।
এই অর্জনের ফলে ইউরোপসহ অন্যান্য কঠোর নিয়ন্ত্রিত বাজারে রেনেটার শক্তিশালী ওষুধ রপ্তানির পথ উন্মুক্ত হলো। প্রতিষ্ঠানটি বলছে, এটি দেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved