
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও, বিতর্কতায় মোড়ানো টুর্নামেন্ট করেছে বিসিবি। তবে পুরোনো সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
যার অংশ হিসেবে গতকাল (সোমবার) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। নিজেদের ভুল শুধরে বিসিবি বিপিএলকে বদলে দিতে চায়। গতকাল মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত–ও।
ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির পরিচালকরা। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা।
এরপর বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ করার কথা জানা গেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved