
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামে স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে নুর তাজ (১৪) নামে এক স্কুলছাত্রী। শনিবার ১২ জুলাই দুপুর আড়াইটার দিকে নিজ ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
নুর তাজ কান্তপুর গ্রামের দিনমজুর আজাদ মালিথার কনিষ্ঠ কন্যা এবং নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে নুর তাজ একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না করে আসছিল। কিন্তু দিনমজুর পিতা আর্থিক অস্বচ্ছলতার কারণে স্মার্টফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
শনিবার দুপুরে গোসল সেরে নুর তাজ নিজের ঘরে চলে যায়। অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তার বড় বোন ঘরের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে নুর তাজ আড়ার সঙ্গে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করে। তবে নাম নাম প্রকাশে অনেকেই বলছেন প্রেম ঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
তবে তার মা জানায় মোবাইল ফোন কিনে না দেওয়াই আত্মহত্যা করেছে আমরা বলেছিলাম এসএসসি পাস করলে মোবাইল ফোন কিনে দেয়া হবে।
ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। তারা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান স্কুলছাত্রীর পরিবার লিখিতভাবে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির আবেদন করলে, কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ দাফনের অনুমতি দেয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved