
বাইকপ্রেমীদের প্রথম পছন্দ সবচেয়ে পুরোনো টু-হুইলার সংস্থার হোন্ডা। তবে শুধু বাইক নয়, ফোর-হুইলার গাড়ি সহ অটোমোবাইল রিলিটেড অনেক কিছু বাজারে এনেছে কোম্পানিটি। তার মাঝে অন্যতম একটি হলো স্কুটার। হোন্ডা স্কুটার বাজারে এনেছে বহু আগেই। এবার পুরোনো স্কুটারকেই বৈদ্যুতিক ভার্সনে আনতে চলেছে জনপ্রিয় এই টু-হুইলার নির্মাতা কোম্পানিটি।
জানা গেছে বর্তমানে ভারতের সবচেয়ে বেশি বিক্রয়কৃত স্কুটার হচ্ছে হোন্ডা অ্যাকটিভা। বিগত বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল বৈদ্যুতিক ভার্সনে আসতে যাচ্ছে হোন্ডা অ্যাকটিভা। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার শোনা যাচ্ছে খুব শিগগির ভারতে লঞ্চ হতে যাচ্ছে হোন্ডা অ্যাকটিভা ইলেকট্রিক স্কুটার।
২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যেই সেটি ভারতের বাজারে আসবে বলে জানিয়েছে হোন্ডার ভারতীয় শাখার সভাপতি আতসুশি ওগাটা। মূলত হোন্ডার এই স্কুটারটির এত বেশি জনপ্রিয়তার জন্যই এটিকে ইলেকট্রিক ভার্সনেও আনা হচ্ছে। এখন দেখার পালা বৈদ্যুতিক ভার্সনে স্কুটারটি গ্রাহকের কতটা মন জয় করতে পারে।
সূত্র: ড্রাইভ স্পার্ক
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved