
নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর সঙ্গে হোটেল সারিনার, ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত সুবিধা প্রদানের জন্য একটি কৌশলগত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং হোটেল সারিনার মহা-ব্যবস্থাপক জনাব চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।
এই চুক্তির অধীনে, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ হোটেল সারিনায় বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে রুম, রেস্টুরেন্ট এবং অন্যান্য পরিষেবার উপর বিশেষ ছাড়। এছাড়াও বছরব্যাপী 'বাই ওয়ান, গেট ওয়ান' অফারও পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) জনাব ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জনাব জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান, হোটেল সারিনার মার্কেটিং ডিরেক্টর জনাব সাইয়্যেদ মেহরান
হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীগণ।
এই চুক্তির আওতায়, প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved