
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের নাজমুল হক (৩৩) এবং জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর নাজমুল হক তার বন্ধুর ১৩ বছর বয়সী বোনকে ধর্ষণ করেন। অপরদিকে, ২০১৫ সালের ৮ জুন আব্দুল খালেক তার স্ত্রীর ৬ বছর বয়সী বোনকে ধর্ষণ করেন। এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামির বিরুদ্ধে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved