
নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.- এর সম্মানিত পরিচালক জনাব ফেরদৌস আলী খান গত ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১১তম সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জনাব খান দিনাজপুরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সিদ্দিক আলী খান দিনাজপুরের একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন। বাংলাদেশে টেইলরিং শিল্পের পথিকৃৎ জনাব খান দেশের স্বনামধন্য টেইলারিং শপ ‘ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ এর স্বত্তাধিকারী। জনাব খান- এর হাত ধরে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত টেইলরিং শপ ‘ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ দেশের প্রধান প্রধান শহরে অবস্থিত একাধিক শাখা সম্বলিত একটি অন্যতম ব্র্যান্ড। তিনি গ্রাহকদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে একটি বিশ্বমানের কেন্দ্রীয় কারখানা পরিচালনা করে খ্যাতি অর্জন করেছেন।
এছাড়াও তিনি দিনাজপুরে অবস্থিত ‘ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সদালাপী জনাব খান ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি উত্তরা ক্লাব লিমিটেড, আর্মি গলফ ক্লাব এবং বিসিআই, ঢাকার সম্মাণিত সদস্য। ব্যক্তিগত জীবনে জনাব খান বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের গর্বিত পিতা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved