
নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের কালিয়ায় স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
১৯ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল মোমিন, সহকারী প্রকৌশলী, খালিদ আহমদ উসমানী, সহকারী প্রোগ্রামার, প্রস্ফুট মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের ১৫৪০ জন প্রান্তিক কৃষককে উচ্চ ফলনশীল আমন ধানের ৫ কেজি বীজ ও রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এম ও পি ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়া কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষকরা এ সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমন চাষে আনন্দিত।
উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, "কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved