
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম (৫৮) কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে দর্শনা ইমিগ্রেশনে পাসপোর্ট চেকিংয়ের সময় পুলিশের ব্লকলিস্টে তার নাম ওঠে আসে। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটকে দেয় এবং পরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার জুবায়ের ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাদিপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর।
ওসি আরও জানান, ব্লকলিস্টে নাম থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি তানোর থানা পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সেখানে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved