
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সারা দেশে আমের খ্যাতি রয়েছে যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুরসহ বেশ কয়েকটি জেলার। এর মধ্যে অন্যতম ‘চুয়াডাঙ্গা’। এই জেলার দর্শনা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবছর ব্যাপক হারে আম উৎপাদিত হয়ে থাকে।
তবে এবছর আমের ভালো ফলন হলেও বিপণনের সঠিক ব্যবস্থা না থাকায় আম চাষিরা পড়েছেন চরম বিপাকে। চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে আমের চাহিদা থাকলেও পাইকারদের অনুপস্থিতিতে খেত থেকেই বিক্রি হচ্ছে না আম। ফলে অনেক আম চাষিই লোকসানের মুখে পড়েছেন।
চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ৩৪ হাজার ৭০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার মেট্রিক টন।
চুয়াডাঙ্গা জেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বর্তমানে আম পাকার উপযুক্ত সময়। কিন্তু পাইকার না আসায় চাষিরা আম তুলতেও পারছেন না। এতে আম নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আম পাঠানোর জন্য চাষিরা নদীর ধারে, শহরের গুদাম বা বাজারে অপেক্ষা করেও পাইকার পাচ্ছেন না। ফলে ৮-১০ টাকায় বিক্রি হওয়ার মতো আম আজ ক্রেতা না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
এ অবস্থায় চাষিরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে পাইকারদের ডেকে এনে ন্যায্যমূল্যে আম কেনার ব্যবস্থা করা হোক। তবেই তারা তাদের শ্রম ও বিনিয়োগের ন্যায্য মূল্য পাবেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved