
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার দুই উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হন।
অপরদিকে, বিকেলে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বোগদহ কলোনি এলাকায় ট্রাক চাপায় এক সিএনজিচালক ও এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।
এরআগে সকালে গোবিন্দগঞ্জ থানা চারমাথা এলাকায় ঢাকাগামী একটি কোচ বেপরোয়াভাবে চাপা দিলে ঘটনাস্থলেই রোজ উদ্দিন নামের একজন নিহত হন এবং দুইজন আহত হন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো সড়ক দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved