
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আজ দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হলো “পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা”। পুলিশ সদস্যদের সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টির গুরুত্ব ও মানসিক সুস্থতার প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার বলেন, “একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তিনি পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের যত্ন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন ও অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সাদিয়া হক সূচনা, জেলা নজরদারি মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা। বক্তারা পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস গঠনের উপায় এবং মানসিক চাপ মোকাবেলায় কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তারা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস উন্নয়ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মতে, এমন সচেতনতামূলক আয়োজন তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা; ডিআইও-১, ডিএসবি; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল অফিসার ইনচার্জ; সকল ক্যাম্প ইনচার্জ; এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved