
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছর আলবিসেলেস্তেদের শিরোপা জেতানোর পিছনে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। ফাইনালে করেছেন গোল। ক্লাব ফুটবলেও চিনিয়েছেন নিজের জাত। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো ইউরোপের বড় বড় সব ক্লাবে।
এরপর ২০২২ বিশ্বকাপ জয়ের সালে পিএসজি ছেড়ে যোগ দিয়েছিলেন বেনফিকায়। এবার পর্তুগিজ ক্লাবের অধ্যায়ের ইতি টেনেছেন তিনি। যোগ দিয়েছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রোলে। যেখানে থেকে শুরু হয়েছে তার বিশ্বজয়ের যাত্রা। এর আগে ২০০৭ সালে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রোজারিও সেন্ট্রোল ছেড়ে প্রথম মেয়াদে যোগ দিয়েছিলেন বেনফিকায়।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে ১৮ বছর পর আবারও ফিরে গেছেন শৈশবের ক্লাবের। ইউরোপে মোট ৩০টি ট্রফি জিতিয়েছেন তিনি। স্পর্শ করেছেন ইউরোপে ৭০০ ম্যাচ খেলার মাইলফলক। ঘরের ছেলে ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রোজারিও সেন্ট্রোল। নিজেদের অফিশিয়াল এক্সে এক পোস্টে জানায়, একসঙ্গে আমাদের ইতিহাস লেখার জন্য আরও পৃষ্ঠা বাকি রয়েছে। বাড়িতে স্বাগতম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved