
নিজস্ব প্রতিবেদকঃ আজ (২৯ মে) জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকো।
সাক্ষাতের শুরুতেই, তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই ও সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাইকার
অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপনসহ শিল্পোন্নয়নে সহযোগিতার গুরুত্বের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য স¤প্রসারিত সুযোগ-
সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের অগ্রগতি এবং জাইকার প্রকল্প সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন ড. ইউনূস ও তানাকা আকিহিকো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved