
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের হাতে ১০কেজি গাঁজাসহ মিজানুর রহমান (৬৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার(১৮ মে) রাতে চৌমুহনী ইউনিয়নের মিস্ত্রিবাড়ী সাকিনের ধর্মঘর-তেমুনিয়া রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মিজানুর রহমান ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত ফরাশ উদ্দিনের ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারিকে গ্রেফতার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরো জানান, মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক কর্মতৎপরতার অংশ হিসাবেই এ অভিযান পরিচালনা করা হয়।মাদক কারবারিরা বর্তমানে শান্তিতে নেই।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved