
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে তিন সাংবাদিকের উপর কিশোর গ্যাং হাবিব বাহিনী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
১৬ মে সকালে সাপ্টিবাড়ী বাজারে তথ্য সংগ্রহ করতে গেলে কিশোর গ্যাং হাবিব বাহিনী তাদের উপর হামলা করে।তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।
এলাকাবাসী জানায়,আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে আইয়ুব আলীর বাড়ীতে হামলা,লুটপাট ও অগ্নিসংযোগ করে।এমন সংবাদের খবর শুনে তিন সাংবাদিক সাপ্টিবাড়ীতে ভিডিও ধারন করতে গেলে কিশোর গ্যাং লিডার হাবিব দলবল নিয়ে হামলা করে।পরে তিন সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন,কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved