
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আজও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রবিবার (১১ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এ অবস্থার আরও কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টিহীন এই দীর্ঘ গরমে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ। রাস্তা-ঘাটে মানুষের চলাচল কমে গেছে, দিনের বেশিরভাগ সময় ঘরে অবস্থান করছেন অনেকে। বিশেষ করে দিনমজুর, রিকশা ও ইজিবাইকচালকরা পড়েছেন সবচেয়ে বিপাকে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে এবং এটি এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানিয়েছেন, “এই ধরনের তাপপ্রবাহে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে ছাতা ব্যবহার এবং বারবার বিশুদ্ধ পানি পান করতে হবে। হিটস্ট্রোকের ঝুঁকি বেশি, তাই অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
চুয়াডাঙ্গাবাসীর জন্য এই বৈরি আবহাওয়া বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাছ লাগানো, জলাধার রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved