রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয়, দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণের কাছাকাছি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু হয়নি কারও প্রথম প্রান্তিক প্রকাশ এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা প্রিমিয়ার সিমেন্টের এপেক্স ফুটওয়্যার বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক লেনদেনের শীর্ষে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে কুড়ুলগাছি বশির উদ্দিনের ইজিবাইক ছিনতাই নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে: আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন বৈধ হবে না: জাতীয় ঐক্য জোটের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

কালিয়া প্রেসক্লাবের আয়োজনে কবি ও সাংবাদিক মামুন মোল্যার জম্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক, কবি: মামুন মোল্যার ২৯তম জম্মদিন ১০ মে ( শনিবার)  দুপুর ২টায় কালিয়া প্রেসক্লাবের হলরুমে পালন করা হয়। 

এ সময়ে কবি মামুন মোল্যার শুভ জম্মদিন উপলক্ষে কেক কাটা সহ মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উল্লাস করা হয়। এ সময়ে, অতিথি হিসাবে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা, নড়াইল জেলা প্রতিনিধি দৈনিক দিনকাল কর্মরত  সাজ্জাদ আলম খান (সজল), ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও  রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক,   কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোরশেদ, সিনিয়র সহ সভাপতি, মো মাছুমার রহমান, মাফুজুর রহমান,সহ সভাপতি, মো : মনির চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল চৌধুরী, দপ্তর সম্পাদক মো উজ্জ্বল শেখ, অর্থ সম্পাদক মো শাফায়েত ইসলাম, সহ অর্থ সম্পাদক মো রাসেল মোল্যা,জয়েন্টে সেক্রেটারি মো খায়রুল চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো তুষার আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য মো মামুন হাচান প্রমূখ। 

বাংলা ভাষার নতুন প্রজন্মের অন্যতম প্রধান কবি: মামুন মোল্যা ৮ তারিখে ৫ মে ১৯৯৬ সালে এই দিনে নড়াইল জেলার তেলিডাঙ্গা গ্রামের সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতাঃ- মোঃ ফুলমিয়া মোল্যা, মাতাঃ- মাজেদা বেগম।কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান রচনা করেছেন এই কবি।  সংবাদপত্রে লেখালেখির সূত্র ২০১৬ সালে  ১৬ই ডিসম্বারে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মাধ্যমে কবিতা : – বাংলা মায়ের স্বপ্নের জন্মভূমি দিয়ে  লেখালেখি শুরু করেন। দেশি বিদেশি বহু সংবাদপত্রে তার লেখা প্রকাশ হয়ে আসছে। কবি বর্তমান কালিয়া প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য সম্পাদক এবং ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক  এবং দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা সংবাদদাতা দায়িত্বে আছেন।  কবির উল্লেখযোগ্য লেখা :-  কবিতা  ১/(মুত্যুর কোলে বিজয়ের স্বাদ) রক্তের দুর্গন্ধে মৃদু ও দমকা হাওয়া ও জ্বলছে,নদীর তটে বেঁধে থাকা লাশ আর লাশ,শিয়াল কুকুরের সে কি টানাটানি ;ঝাঁকে ঝাঁকে বহুদূর থেকে উড়ন্ত চিল শকুন,খুব কাছের পরিচিত কাক ও নেমে আসছে তো আসছে । ২ /(জাগো মায়ের নওজোয়ান) চারিদিকে; দাও দাও আগুন! শত শত বাঙালি গুম খুন; কোটি কোটি উদর পুড়া কেহ,অঙ্গ পুড়া দেহ, হৃদয় পুড়া গন্ধে, এই কবিতায় ছন্দে ছন্দে, মালা গাঁথা বেদনার দ্বন্দ্বে, কোটি কোটি বাঙালি করেছে কাঙালি। ৩/ (ঝরা পাপড়ির প্রত্যাশায়) তবুও সমুদ্রের বুকে ভীষণ ঢেউ ওঠে,বানের জলে তীর ভেঙ্গে চুরে হাসে।সমুদ্রের যৌবনে ধীরে ধীরে নদী খাল বিল ছুটে আসে, ভরা যৌবনে উত্তপ্ত মানুষও। ৪ /(সীমাহীন প্রীতি)

মহল্লার আড্ডা কিংবা পার্কে বলে; কি বলে? জেনে কি হবে? জানতে,ইচ্ছা ও করে না ! এই যে দেখো;বসন্তে ভরা দাও দাও আগুন ; তুমি একটু প্রীতির জলে ডুবিয়ে দাও ! প্রবন্ধ : – ১ / লোকের কথায় জীবন ক্ষয় ২/ ইচপ্রিয়া ৩ / ৭১ দেখিনি কিন্তু ২৮ অক্টোবরের ভীষণতা দেখেছি, গল্প :- ১ পরিচয়ে পরিণতি,  নাটক :- কেন সংমিশ্রণ মাতৃভাষা ইত্যাদি। উপন্যাস :-১ অদ্ভুত প্রেমের আত্মত্যাগ ২ হারানো প্রেমের মিলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS