
নিজস্ব প্রতিবেদকঃ জনাব খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’র স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। একই সাথে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকিং ব্যক্তিত্ব জনাব হক ব্যাংকিং ও নন- ব্যাংকিং আর্থিক খাতে ৩৮ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমা থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
জনাব হক ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জ্ঞান, চিন্তাশক্তি, প্রেরণাদায়ক নেতৃত্ব এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রত্যেক কর্মক্ষেত্রকে তিনি টেকসই উন্নয়নের দিকে পরিচালিত করেছেন। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হজ¦ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ সালের অন্যতম শ্রেষ্ঠ টেকসই এনবিএফআই হিসেবে স্বীকৃতি লাভ করে। জনাব হকের কৌশলগত নেতৃত্ব ও আর্থিক খাতে গভীর অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করবে এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved